কলকাতা শহর হারিয়ে ফেলছে তার অন্যতম পরিচিতি , বন্ধ হতে ছলেছে ঐতিহ্যের কলকাতার ট্রাম – Kolkata Tram

১৮৭৩ সালে প্রথম বারের মতো ঘোড়াই টানা ট্রাম চলেছিল কলকাতা শহরে । রাস্তা ছিল শিয়ালদা থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত । এই রাস্তার দূরত্ব ছিল ৩.৯ কিলোমিটার । কিন্তু চলতি বছরেই ২০ নভেম্বর যাত্রীর অভাবে কলকাতার ট্রাম পরিষেবা বন্ধ হয়ে যায় । ট্রাম পরিষেবা বন্ধ হওয়ার পর (CTC) ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি নামে লন্ডনের একটি সংস্থা পুনরায় কলকাতায় আবার ট্রাম পরিষেবা চালু করে । ওই কোম্পানির কাছে তখন প্রায় ১০০০ এর মতো ঘোড়া ছিল , তাই সেই সময় ট্রাম টানানো হত ঘোড়া কে দিয়ে । তখন কোম্পানির হাতে প্রায় ১৭৭ এর মতো ট্রাম ছিল । পরবর্তী কালে ১৯০২ সালে ঘোড়া গুলিকে বাদ দিয়ে এশিয়া মহাদেশের প্রথম বারের মতো বৈদ্যুতিক ট্রাম পরিষেবা চালু হল । এর প্রায় ৪৯ বছর পর ভারতের স্বাধীনতার পরে ১৯৫১ সালে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Transport Corporation Limited ) কর্তৃক দ্বারা কলকাতার ট্রাম পরিষেবা পরিচালিত হয় । Kolkata Tram

ট্রাম ডিপো :

কলকাতায় ট্রাম ডীপো রয়েছে মোট ৭ টি । ডীপো গুলি হল কালীঘাট , পার্ক স্ট্রিট , খিদিরপুর , গড়িয়াহাট , রাজা বাজার ও বেলগাছিয়া , এই ডিপোর পাশাপাশি রয়েছে কিছু ট্রামের টার্মিনাল । সেগুলি – হাওড়া ব্রিজ , বালিগঞ্জ, শ্যামবাজার, বিধান নগর, এসপ্লেনেড, বিবাদীবাগ ও গালিফ স্ট্রিট, । আয়তনের দিক থেকে দেখতে গেলে সবচেয়ে বড় ট্রাম ডিপো হল টালিগঞ্জ ও রাজাবাজার ।

ট্রাম দুর্ঘটনা :

কলকাতার ট্রামের কথা মনে আসলেই প্রশ্ন আসে কোন এক জন বাঙালি কবি মারা গেছেন এই কলকাতার ট্রাম দুর্ঘটনায় । মোটামুটি অনেকেই শুনেছেন সেই বাঙালি কবির কথা , তিনি বিখ্যাত বাঙালি কবি জিবানান্দা দাশ এই কলকাতা ট্রাম দুর্ঘটনায় মারা যান । যদিও অনেকের মনে প্রশ্ন আছে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা । Kolkata Tram

ট্রামের সময়সীমা

কলকাতায় ট্রাম পরিষেবা চালু হয় ১৯৭৩ সালে কিন্ত হটাত করে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ আনুজায়ি ২০২৪ সালে কলকাতার অন্যতম ঐতিহ্যে ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়া হয় । সেই হিসাবে দেখা গেলে কলকাতা ট্রামের বয়েস প্রায় ১৫০ বছর । খুব তাড়াতাড়ি আমরা হারিয়ে ফেলব কলকাতার ঐতিহ্যে ট্রাম , কিন্তু ইতিহাস লেখা থাকবে বইয়ের পাতায়। কলকাতার ট্রাম , এটি শুধু পরিবহন মাধ্যম নয়, এটি কলকাতা শহরের সাংস্কৃতিক ঐতিহ্যে ।

FAQs

ট্রাম কে আবিষ্কার করেন ?

ফিওডর পিরোটস্ক

কলকাতা ট্রামের বয়স কত ?

প্রায় ১৫০ বছর

ট্রাম কিসের সাহায্যে চলে ?

বর্তমানে ইলেক্ট্রিক পরিষেবা

কত সালে কলকাতায় ট্রাম চালু হয় ?

১৮৭৩ সালে প্রথম বারের মতো ঘোড়াই টানা ট্রাম চলেছিল

কলকাতার ট্রামের কিছু দৃশ্য