How To safe WhatsApp from hackers
Whatsapp হ্যাক থেকে বাঁচুন – কি করে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কি ? সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় অ্যাপ আমরা প্রায়ই প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি । সেই সাথে রয়েছে হোয়াটসঅ্যাপের সিকিউরিটি নিয়ে অনেক কথা হোয়াটসঅ্যাপ হ্যাক এখন একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা প্রায়ই শুনতে পাই কারো না কারো whatsapp হ্যাক হয়ে গেছে। তাই আজ আমরা আপনাদেরকে শেয়ার করব whatsapp হ্যাক থেকে বাঁচার উপায় কি করে চেক করবেন আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কিনা আরো রয়েছে কিছু Tips and Tricks যেটা করলে আপনি আপনার whatsapp কে সুরক্ষিত রাখতে পারবেন।
Table of Contents
WhatsApp Safety
1. Cheak Request Account Info
সবার প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। তারপরে সেটিংস আইকনে ক্লিক করে একাউন্টের অপশনের ভিতর Request Account Info অপশনটি খুলে নেবেন এবং দেখবেন যে কোন ডেটা রিকুয়েস্ট রয়েছে কিনা যদি কোন ডেটা রিকুয়েস্ট থাকে সেটি অবশ্যই ডিলিট করে দেবেন।
2.Check Email Backup
আপনার সেটিংসে চ্যাট ব্যাকআপ অপশনে গিয়ে দেখে নেবেন যে ওখানে আপনার মেইল আইডি ছাড়া অন্য কোন মেইল আইডি এড তো করা নেই যদি অন্য মেইল আইডি এড করা থাকে সেটি অবশ্যই ডিলিট করে দেবেন কারণ যদি অন্য কারো মেইল আইডি এড করা থাকে তাহলে আপনার পুরো ডেটা ব্যাকআপ সেই মেইল আইডিতে ব্যাকআপ হয়। এটি অবশ্যই চেক করে দেখে নেবেন.
3.Linked Devices
আপনি দেখবেন আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কোন লিংকেড ডিভাইসের সাথে কানেক্ট আছে কিনা এর জন্য আপনার Linked Devices অপশন এ ক্লিক করে দেখবেন যে ওখানে অন্য কোনো ডিভাইস কানেক্ট আছে কিনা । যদি দেখেন যে আপনার জানাশোনা ছাড়া অন্য কোন ডিভাইস কানেক্ট আছে টা হলে সেটি Log Out করে দেবেন .
4. Unknown Link Click
হোয়াটসঅ্যাপে এখন কিছু হ্যাকাররা আপনাকে unknown লিংক পাঠিয়ে আপনার গুরুত্বপূর্ণ ডেটা অথবা অন্যান্য personal information চুরি করে । সেই জন্য অচেনা কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে কোন লিংক পাঠাই সেটি কখনোই ক্লিক করবেন না । এই লিংক গুলি সাধারনত কোন অফার বা কোন জিনিসের বিষয়ে জানার জন্য কিছু লিখে তার ভিতরে লিংকটা লাগিয়ে দেয় এইসব থেকে দুরে থাকুন ।
5. GB Whatsapp
আমরা অনেকেই GB Whatsapp ব্যবহার করি আসলে GB Whatsapp টা একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যেটা অনেকটা হোয়াটসঅ্যাপের মতন দেখতে এর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ডেটা এবং Personal Information লিক হওয়ার চান্স বেড়ে যায়। অবশ্যই এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে দূরে থাকুন ।
Q&A
Q – How to keep safe on WhatsApp?
A- আপনার রেজিস্ট্রেশন কোড OTP বা two-step verification Code কখনই অন্যদের সাথে শেয়ার করবেন না ।

Check WhatsApp Security Advisories Click Here
* Whatsapp হ্যাক থেকে বাঁচুন – কি করে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কি ? *